শর্টকাট কি ব্যবহার করে কম্পিউটারে কাজ করুন দ্রুত এবং কম সময়ে
কম্পিউটারে অনেক কাজই করা যায় কি-বোর্ডের কয়েকটি বোতাম টিপেই। এ রকম কিছু শর্টকাট কি ও সেগুলোর কাজের বর্ণনা নিচে দেওয়া হলো—
1. Alt + Tab টাস্কবারে মিনিমাইজ করা ফাইল খোলা।
2. Alt + Shift + Tab একই সময়ে মিনিমাইজ করা অন্য আরেকটি ফাইলখোলা।
3. WINKEY স্টার্ট মেনু খুলবে।
4. WINKEY + F1 উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার খোলা।
5. WINKEY + Pause/Break সিস্টেম প্রপার্টিজ ডায়ালগ বক্সে প্রবেশ করা।
6. WINKEY + D ডেস্কটপ রিফ্রেশ করা এবংঅন্যান্য মেসেজ বক্স বন্ধ করা।
7. WINKEY + E মাই কম্পিউটার ফোল্ডার খোলা।
8. WINKEY + F সার্চ রেজাল্ট বক্স খোলা।
9. WINKEY + Ctrl + F সার্চ রেজাল্ট বক্সে নাম দিয়ে কম্পিউটার খোঁজা (নেটওয়ার্কের ক্ষেত্রে)।
10. WINKEY + L কম্পিউটার চালু হওয়ার সময়ের পাসওয়ার্ড বক্স খোলা ও পাসওয়ার্ড দেওয়া।
11. WINKEY + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি উইন্ডো মিনিমাইজ করা।
12. WINKEY + Shift + M মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস ইত্যাদি মিনিমাইজ করা উইন্ডো খোলা।
13. WINKEY + R রান বক্স খোলা।
14. WINKEY + U ইউটিলিটি ম্যানেজার খোলা।
15. WINKEY + Tab মিনিমাইজ করা ডকুমেন্ট বা উইন্ডো নির্বাচন করা।
16. Ctrl + Tab বিভিন্ন আইকন বা খোলা থাকা ফাইলেকারসর নিয়ে যাওয়া।
17. Ctrl + Shift + Tab মাই ডকুমেন্টসে কারসর নিয়ে যাওয়া।
18. Alt + Print Screen স্ক্রিনশট তৈরি করা।
19. Ctrl + Alt + Del শাটডাউন, রিস্টার্ট, লগ-অফ ইত্যাদি করার জন্য ডায়ালগ বক্স খোলা।
20. Ctrl + Shift + Esc উইন্ডোজ টাস্কবার খোলা।
21. Ctrl + Esc স্টার্ট মেনুতে প্রবেশ।
22. Alt + Esc টাস্কবারে মিনিমাইজ করা ফাইল নির্বাচন করা।
23. Alt + Spacebar ফাইল খোলা অবস্থায় রিস্টোর, মিনিমাইজ ও ক্লোজ সক্রিয় করা
24. Alt + Enter নির্বাচিত আইকনের প্রপার্টিজ দেখা।
25. Shift + Del নির্বাচিত ফাইল বা ফোল্ডারকে হার্ডডিস্ক থেকে একেবারে মুছে ফেলা। ফাংশন কি- এর শর্টকার্ট কিঃ
F1 এই বাটন টি যেকোন প্রোগ্রাম বা সফটওয়্যার এর জন্য সাহায্যকারী (Help Key) কি হিসেবে ব্যবহৃত হয়।
F2 নির্বাচিত ফাইল বা আইকনের নাম পরিবর্তন (Rename) করা ।
Ctrl+F2 ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখতে ব্যবহৃত হয়।
Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট খুলতে ব্যবহৃত হয়।
Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কোন শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের বা ছোট হাতের থেকে বড় হাতের করতে এবং সিলেক্টকৃত ঐ শব্দটির প্রথম অক্ষর যদি বড় হাতের রাখতেও
Shift+F3 চাপতে হবে।
F3 ফাইল খুঁজতে ও সার্চ অপশন আনতে ।
F4 অ্যাড্রেসবার থেকে ড্রাইভ বা ফাইলখোঁজা।
Alt + F4 চলতি প্রোগ্রাম বন্ধ করা বা উইন্ডোজ শাটডাউন করা।
Ctrl + F4 খোলা ফাইল বন্ধ করা।
F5 মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয় এই বাটন চেপে। যেকোন পেজ রিফ্রেশ করতে এই কি ব্যবহার করা হয়। পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করা এবং বন্ধ করার জন্য এই বাটন টি ব্যবহার করা হয়ে থাকে।
F6 অ্যাড্রেসবার নির্বাচিত ও অন্যান্য ড্রাইভ বা অপশন নির্বাচন করা।
F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Create browsing চালু করা হয়।
Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।
F8 কম্পিউটার চালু হওয়ার সময় এই কি উইন্ডোজ সেফ মুডে চালু করার জন্য ব্যবহার করা হয়।
F9 Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করার জন্য এই কি কাজে লাগে।
F10 মাই কম্পিউটারের ফাইল মেনুবার নির্বাচন ও অন্যান্য মেনুবারের প্রথমঅক্ষরে আন্ডারলাইন তৈরি।
F11 স্ক্রিনে একটিভ উইন্ডোটিকে ফুলস্ক্রিন করতে এবং নরমাল মুডে আনতে এই বাটন টি চাপলেই হবে।
F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করতে এবং অভ্র সফটওয়্যার এ বাংলা এবং ইংরেজী ভাষা সিলেক্ট বা পরিবর্তন করতে ব্যবহৃত হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়।
Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয়।
সব সমায় খবর পেতে ক্লিক করুন