জিতে নিন পুরস্কার। এখন চলছে নক-আউট পর্ব-১। এ পর্বে ভোট দিয়ে জিতে নিন একটি স্মার্টফোন ও ৫০০ টাকার করে মোবাইল রিফিল (১০টি)।
অনলাইনে সব পর্ব মিলিয়ে মেগা পুরস্কার হিসেবে আছে একটি মোটর সাইকেল।
ভোট দেওয়ার নিয়ম:
- মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫-এ পুরস্কার দিতে প্রথম আলোর ওয়েবসাইট www.prothom-alo.com-এ নিবন্ধন করতে হবে।যাঁরা আগে থেকেই প্রথম আলো অনলাইনে নিবন্ধিত, তাঁরা সাইন-ইন করে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার সময় অবশ্যই ই-মেইল ঠিকানা ও মোবাইল ফোন নম্বর দিতে হবে।
- ফেসবুক আইডি ব্যবহার করেও ভোট দেওয়া যাবে।
- একজন অনলাইন পাঠক একটি ই-মেইল ঠিকানা থেকে একটি ভোট দিতে পারবেন।
- কার কাজটি ভালো লেগেছে, তাতে মাউস ক্লিক করে ভোট দিন।
- নক-আউট পর্ব-১-এ ভোট দেওয়ার শেষ সময় ২ মার্চ, ২০১৬ সকাল ৮টা ।
![]() |