এলাকায় মুকুলে ভরে গেছে আম গাছ।


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় মুকুলে ভরে গেছে আম গাছ। মুকুল আসায় আম বাগান এলাকা গুলিতে যেন প্রকৃতির এক অন্য রকম রুপ ধারন করেছে। উপজেলা এলাকায় পূর্বে শুধু মাত্র নিজেদের জন্য বসত বাড়ীতে আম গাছ রোপন করে থাকলেও সম্প্রতি অনেকেই বানিজ্যিক ভাবে আম বাগান করেছেন। অনেক জায়গায় ফসলী জমিতে আম বাগান দেখা গেছে। বাগানে গাছগুলি এমন ভাবে লাগানো হয়েছে যার মধে অন্য ফসলও চাষাবাদের সুযোগ রয়েছে এবং ফসল চাষ হচ্ছে। এসব বাগানের আমও বেশ ভাল দামে বিক্রি হয়ে থাকে। বিশেষ করে হাড়ি ভাঙ্গা এর মধ্যে অন্যতম আম বলে জানা গেছে। কোন কোন বাগানের ভিতরে বাড়তি ফসল হিসাবে রোপন করা হয়েছে বোরো ধান। উপজেলা এলাকা হতে আমের মৌসুমে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে পাইকারী দরে ট্রাক ভর্তি করে আম নিয়ে যান। আবার দেশের বিভিন্ন এলাকা থেকে আম ব্যবসায়ীরা এসে অনেকেই বাগান ক্রয় করে থাকেন। বাগান মালিকেরা বলছেন যদি কোন প্রাকৃতিক দূর্যোগ না আসে তাহলে গাছে ভাল আম ধরার প্রত্যাশা রয়েছে তাদের। উপজেলা কৃষি দপ্তরের হিসাব মতে উপজেলা এলাকায় ৪৯৫ হেক্টর জমির উপরে ৪৫ টি আম বাগান রয়েছে। এছাড়াও বসত বাড়ীতে আম গাছ আছে ৫০ হেক্টর জমিতে। হেক্টর প্রতি সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধান করা হয়েছে ৩০ মেঃ টন আম।