কিভাবে Facebook App ID তৈরী করতে হয়?

Facebook App ID
ফেইসবুকের অনেক টুকি-টাকি বিষয় আছে যে গুলি আমরা জানি না বা আসলে জানতে চেষ্টা করিনা। কিন্তু যারা ওয়েব ডেভেলপমেন্ট কিংবা সোসিয়াল মিডিয়ায় কাজ করেন তাদের জন্য এই বিষয়গুলি জানা আবশ্যক। Facebook App ID ব্যবহার করে আমরা ফেইসবুকের অভ্যন্তরিন অনেক বিষয় জেনে নিতে পারি। যেমন-আপনার পেইজে আজ কত লোক ভিজিট করলো, কে কোন পোষ্ট গুলি দেখলো কিংবা কোন পোষ্ট গুলিতে কমেন্ট করলো ইত্যাদি আরও অনেক বিষয়। তাছাড়া ব্লগে কিংবা ওয়েভসাইটে ফেইসবুক কমেন্ট বক্স যুক্ত করতে গেলে অনেক সময় এই Facebook App ID এর প্রয়োজন হয়। এছাড়াও যারা ফেইসবুক এর বিভিন্ন App Development এ কাজ করেন তাদের অবশ্যই এই Facebook App ID তৈরী করে নিতে হবে। নিচে আমি আপনাদের দেখাবো কিভাবে অতি সহজেই আপনার Facebook App ID তৈরী করে নিতে পারেন। তাহলে আর কোন বিষয় না বলে এবার কাজের কথায় আসি।

Facebook App ID তৈরী করার উপায়ঃ
  • প্রথমে আপনার Facebook Account এ লগইন করুন।
  • তারপর এই লিংকে ক্লিক করে ফেইসবুক Developer পেজে চলে যান।
  • এখন উপরের ম্যানু থেকে My Apps এ মাউস ধরলেই অপশন আসবে। এই অপশন থেকে Add a new app এ ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
  • নিচের চিত্রের Website অপশনে ক্লিক করুন।
Facebook-App-ID
  • Website অপশনে ক্লিক করলে নিচের চিত্রটি শো করবে। এখানে আপনার App ID এর যে কোন একটি নাম দিয়ে Create New Facebook App ID-তে ক্লিক করুন।
Facebook-App-ID
  • এরপর নিচের চিত্রতে আপনার ব্লগ/ওয়েবসাইটের ঠিকানা দিয়ে Next এ ক্লিক করুন।
Facebook-App-ID
  • এখন উপরের ডান পাশের কালো অংশে Skip Quick Start নামের ছোট একটি বাটন শো করবে। এই বাটনটিতে ক্লিক করলেই আপনার কাঙ্খিত Facebook App ID দেখতে পাবেন। নিচের চিত্রে দেখুন-
Facebook-App-ID