Blogger দিয়ে পরিপূর্ণ ব্লগ তৈরী (ধারাবাহিক পর্ব - ১)


আপনারা হয়তো জানেন যে, কারও ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক কাজের জন্য ব্লগ তৈরী করার সবচেয়ে সহজ প্লাটফর্ম হচ্ছে Google এর Blogger. খুব সহজে এবং কোন প্রকার ওয়েব ডেভেলপমেন্ট জ্ঞান ছাড়াই ব্লগার দিয়ে সহজে ব্লগ তৈরী করা যায়। তাছাড়া এটি Google কোম্পানির হওয়াতে কোন প্রকার সংকোচ ছাড়াই ব্লগিং চালিয়ে যেতে পারবেন।

প্রায় এক মাস হয়েছে আমরা এই ব্লগটি চালু করেছি। আপাতত আমাদের অন্য স্টাফরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আমি নিজে একাই ব্লগিং চালিয়ে যাচ্ছি। তাই সময়ের অভাবে সব ধরনের পোষ্ট করা সম্ভব হচ্ছে না। যদিও এ পোষ্টটি ব্লগিং শুরুরদিকে করা উচিত ছিল কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো এগুলি সহজ ব্যাপার। তাই শুরুতে এ গুলি বাদ দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে অনেকের অনুরোধে ব্লগ তৈরী নিয়ে পোষ্ট করতে বাধ্য হলাম। আমাদের এই পোষ্টটি ধারাবহিকভাবে চলবে। প্রত্যেকটি পোষ্ট করার পর নিচের টেবিলে লিংক করে দেয়া হবে।

 কিভাবে ব্লগার দিয়ে ব্লগ তৈরী করবেনঃ

  • প্রথমে একটি Gmail ID তৈরী করে নিতে হবে। যদি আপনার আগে কোন Gmail ID থাকে তাহলে নতুন ID তৈরী করতে হবে না।
  • তারপর আপনার Gmail আইডির মাধ্যমে Blogger Account এ লগইন করুন।
  • এরপর এখানে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
Create-Blogger-New-Account
  • উপরের চিত্রের লাল চিহ্নিত New Blog এ ক্লিক করুন।
  • New Blog এ ক্লিক করার পর নিচের চিত্রের মত শো করবে।
Create-Blogger-New-Account
  • উপরের Title এর জায়গায় আপনার ব্লগের নাম লিখুন। এটি আপনার ইচ্ছামত লিখতে পারবেন।
  • Address এর জায়গায় আপনার ব্লগের এড্রেস লিখুন। এটি সম্পূর্ণ ইউনিক অর্থাৎ অন্যদের থেকে আলাদা হতে হবে। এই ঠিকানার মাধ্যমে সবাই আপনার ব্লগ খুজে পাবে।
  • এরপর হাতের মাধ্যমে Indicate করা Template এ যে ছবি গুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে বিভিন্ন ডিজাইনের ব্লগার Template. এখান থেকে আপনি পছন্দমত যে কোন একটি সিলেক্ট করতে পারেন।
  • তারপর সর্বশেষ Create Blog এ ক্লিক করলেই অটোমেটিক আপনার ব্লগ তৈরী হয়ে যাবে।
পরবর্তী পোষ্টে যা থাকছেঃ পরবর্তী পোষ্টে আমরা ব্লগার ড্যাশবোর্ড পরিচিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ্। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ...